জোড়া খুনের মামলায় ১০ জনের ফাঁসি

প্রকাশঃ জুন ৩০, ২০১৬ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

download (6)রংপুরে জোড়া খুনের মামলায় ১০ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ২০০৬ সালের ২৮ মার্চ রাত ৮টার দিকে তারাগঞ্জের তেরমাইল এলাকায় বরাতি সেতুতে একটি চালভর্তি ট্রাকে ডাকাতি হয়। এ সময় ট্রাকচালক পরেশ চন্দ্র ও চালকের সহকারী মনোরঞ্জনকে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় ট্রাকের মালিক হারান চন্দ্র ঘোষ বাদী হয়ে একটি মামলা করেন।

এই মামলায় পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল। আজ এই মামলায় জেলা ও দায়রা জজ আদালত ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ওসি আরো জানান, রায়ের সময় আদালতে ৩ জন উপস্থিত ছিলেন। আর ৭ জন পলাতক।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল মালেক জানান, রায়ে তাঁরা সন্তুষ্ট। দণ্ডপ্রাপ্ত আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া অন্য একটি ডাকাতি মামলায় একই আদালতে ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G