ট্রাকের সংঘর্ষে বগুড়ায় পুলিশসহ নিহত ৭

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০১৬ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

boguraদুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বগুড়ার শেরপুরে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজনের মৃত‌্যু হয়েছে।

শনিবার রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান।

নিহতদের মধ‌্যে ছয়জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- পুলিশ কনস্টেবল শাজাহান (৩৫), প্রণব (৩২), শামসুল ইসলাম (৩০), আলমগীর (৩৩) ও সোহেল (৩২) এবং পুলিশের পরিচ্ছন্নতা কর্মী শ্যামল চন্দ্র (৪২)।

নিহত অন‌্যজন পুলিশবহনকারী ঐ ট্রাকের চালক বলে বগুড়া পুলিশের ধারণা। তবে তার নাম জানা যায়নি।

আহতদের মধ‌্যে চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, নিহত পুলিশ সদস‌্যরা কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ঐ ট্রাক নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন বিভাগের মালামাল আনতে।

পথে মহিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজনের মৃত‌্যু হয়।
আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন বলে সোহেল রানা জানান।

প্রতিক্ষণ/এডি/তাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G