তালা ভেঙে কুবি উপাচার্যের কার্যালয়ে প্রবেশ

প্রকাশঃ মার্চ ২১, ২০১৭ সময়ঃ ১২:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ পূর্বাহ্ণ

তানভীর সাবিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ ৯ কার্যদিবস পর তালা ভেঙে তার কার্যালয়ে প্রবেশ করেছেন।

সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, সাধারণ শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী পরিষদসহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য কার্যালয়ে তালা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়।

পরে শাখা ছাত্রলীগের নেতৃত্বে মানবন্ধনকারীরা উপাচার্যের কার্যালয়ের তালা ভেঙে উপাচার্যকে তার কার্যালয়ে প্রবেশ করান। এতে করে ৯ কার্যদিবস পর উপাচার্য তার অফিস করেন। তবে শিক্ষক সমিতি উপাচার্যের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে উপাচার্য কার্যালয়ে তালা দেওয়ার প্রতিবাদে যে মানবন্ধন হয় তাতে বক্তারা বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি’ নামে কতিপয় বিএনপি-জামাতপন্থী শিক্ষক সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষক সমিতি যে ধরণের অরাজকতা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধেই আমাদের আজকের মানববন্ধন।’

এছাড়াও শিক্ষক সমিতির কতিপয় শিক্ষকের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা, অযৌক্তিকভাবে উপাচার্য দপ্তরে তালা, ইউজিসি চেয়ারম্যানের সাথে অসাদাচারণ করে সিন্ডিকেট সভায় বাধাপ্রদান, জাতীয় শিশু ও বঙ্গবন্ধুর জন্মদিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির প্রতিবাদ জানান মানবন্ধনে উপস্থিত বক্তারা। তারা বলেন, ‘আমরা আশা করবো শিক্ষক সমিতি খুব তাড়াতাড়ি তাদের এসব অযৌক্তিক আন্দোলন থেকে ফিরে এসে ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন, শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, সভাপতি নাজমুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক রেজা-ই এলাহীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ৭মার্চ উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে দাবি আদায় না হওয়ায় ৮ মার্চ অনির্দিষ্টকালের জন্য উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষক সমিতি।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘ক্লাস-পরীক্ষা চালু রেখে আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। সোমবার তালা ভেঙ্গে উপাচার্য কার্যালয়ে প্রবেশের পরও আমরা তার দপ্তরের সামনে অবস্থান নিয়েছি। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাগাতার আমাদের কর্মসূচি চলমান থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ বলেন, ‘বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী পরিষদ বিশ^বিদ্যালয়কে ভালবাসে বলেই আমাকে কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দিয়েছে। আমি তাদের সবাইকে সাধুবাদ জানাই। গুটিকয়েক শিক্ষক তাদের অযৌক্তিক কিছু দাবি নিয়ে আমার বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত। ’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G