দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ পুলিশের কনস্টেবল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৭ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

photoরাজধানীর বংশাল থানা এলাকার মিটফোর্ড হাসপাতালের সামনে দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ কনস্টেবল রফিকুল ইসলাম। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।

রফিকুল ইসলাম জানান, ৩১ জানুয়ারি রাত ১০টার সময় তিনিসহ চার পুলিশ সদস্য মিটফোর্ড হাসপাতালের সামনে পুলিশের নিয়মিত তল্লাশিচৌকি বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন ঐ পথ দিয়ে যাচ্ছিল। তাদের প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল এবং হাতে ছিল টর্চলাইট। সে কারণে তাদের দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সামনে থেকে সংকেত দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গেই ঐ চারজনের একজন একটি বোতল থেকে কিছু একটা ছুঁড়ে মারে তাদের ওপর।

‘এরপর শুধু মুখ জ্বলছিল আর মনে হচ্ছিল যেন কোনো বোমা বা ককটেল মারা হয়েছে আমার ওপর। মুখে হাত দিয়ে আমি চিৎকার করছিলাম। অনেক সময় পর বুঝতে পারলাম আমাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছে’, বলেন রফিকুল।

পুলিশের এই কনস্টেবল জানান, তার মুখে এসিড ছুড়ে মেরে পালানোর সময় পুলিশ ঐ মোটরসাইকেলের দিকে গুলি ছোড়ে। এরপর  তিনজনের মধ্যে একজন  মাটিতে পড়ে যায়। তাকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে।

রফিকুল জানান,  এ পর্যন্ত দুবার দায়িত্ব পালন করতে গিয়ে হামলার স্বীকার হলেন।  ২০০৯ সালে মোহাম্মদপুর থানায় থাকাকালে এক আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তির সময় তার ডান হাত ভেঙে গিয়েছিল। আর এবার বংশাল থানায় থাকাকালে এসিড ছোঁড়া হলো তার মুখে।

তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা থানায়।  এক ছেলে ও দুই মেয়ে আছে। হামলার শিকার হওয়ার পর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন।

ঢামেক  হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল  বলেন, ‘দগ্ধ পুলিশ সদস্য রফিকুল ইসলাম এখন সুস্থ রয়েছেন। তার শরীরের ৪ শতাংশ অংশ পুড়ে গেছে। দু-একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। ’

এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ঐ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান ও কনস্টেবল রফিকুল এসিড দগ্ধ হয়েছেন।

ওসি আরও জানান, ঘটনার পরে একজনকে আটক এবং মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. জুবায়ের; এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G