নরসিংদীতে ফের সংঘর্ষে নিহত ২, আহত ২০

প্রকাশঃ মে ৮, ২০১৭ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি:

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ীতে আবারো আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এসময় ৩০/৩৫টি বসত ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

নিহতরা হলেন, বাঁশগাড়ী গ্রামের জহির মিয়ার ছেলে জয়নাল মিয়া (২১) ও শুক্কুর আলীর ছেলে আরশ আলী (২৩)।

আজ সোমবার দুপুরে জেলার রায়পুরা উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল বাঁশগাড়ীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাশঁগাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সাহেদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গেল ইউপি নির্বাচনে বাঁশগাড়ী আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান সাহেদ পরাজিত হওয়ার পর উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠে।

পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকাল থেকেই উভয়পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। বেলা ১টার দিকে উভয়পক্ষ টেঁটা বল্লম, দা, অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংষর্ষে জড়িয়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয় এবং ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউর রহমান বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্ব বিস্তারের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য: এর আগে একই দ্বন্দ্বে গত মাসে উভয়পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় শতাধিক। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। প্রশাসনিক তৎপরতায় সাময়িকভাবে বন্ধ হলেও কোনো সমাধান হয়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G