নির্যাতিত সাংবাদিকের তালিকা দিন: তথ্যমন্ত্রী

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

imagesদেশের গনমাধ্যম ও সাংবাদিকরা এখন অনেক স্বাধীনভাবে কাজ করছে। কোনো নির্যাতিত সাংবাদিক থাকলে সোমবারের মধ্যেই তালিকা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত আলোচনাসভায় তালিকা দেওয়ার জন্য এ সময় বেঁধে দেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, গত ছয় বছর ধরে গণমাধ্যম প্রসারিত হচ্ছে। উন্নয়নের কারিগর শেখ হাসিনার সরকার সমালোচনা সহ্য করে। আমরা সংকোচন নয়, গণমাধ্যমের প্রসারণে বিশ্বাসী। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ বিচ্ছিন্ন ঘটনা সরকারের নীতি নয়। তারপরও এসব ঘটনা সরকারের নজরে এলে তার প্রতিকার করা হয়।

দিবস উপলক্ষে আজ পত্রিকায় নির্যাতিত সাংবাদিকদের তালিকা প্রকাশিত হয়েছে। কালকের মধ্যে অথবা ৭২ ঘণ্টার মধ্যে এসব সাংবাদিকের তালিকা আমার দফতরে পাঠিয়ে দিন। আমরা দেখব এসব সাংবাদিক কী কারণে হামলার শিকার হয়েছেন।

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা শফিকুর রহমান, কুদ্দুস আফ্রাদ ও ফরিদা ইয়াসমিন প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G