নীলফামারীতে পিকনিকের বাস উল্টে আহত-৬০

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ১২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৮ অপরাহ্ণ

Nilphamariনীলফামারীর ডোমার উপজেলা সড়কের পাগলাবাজার নামক স্থানে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৬০ জন পিকনিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজনকে আশংঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরা হলেন- বাসের হেলপার মহিদুল (৩২) ও পিকনিক যাত্রী রুবেল (৩০)।

আহত যাত্রী ফিরোজ (২৫) জানান, তারা ৭০জন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নের নন্দনগছ গ্রাম থেকে দিনাজপুরের ফুলবাড়ির স্বপ্নপুরি নামক স্থানে পিকনিকে যাচ্ছিল। পথে নীলফামারীর ডোমার উপজেলার পাগলাবাজার নামক স্থানে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ‘মা জাহানারা পরিবহন’ নামক বাসটি (ঢাকা মেট্রো-চ- ৯৭৬৯) সড়কের ধারে একটি পুকুরে উল্টে পড়ে।

ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকনিক যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G