বদরুলের ফাঁসির দাবি খাদিজার সহপাঠীদের

প্রকাশঃ অক্টোবর ৬, ২০১৬ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

khadija

সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচার দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে খাদিজা আক্তার নার্গিসের ওপর নৃশংস হামলার প্রতিবাদে তার নিজ ইউনিয়ন সিলেটের মোগলগাঁওয়ে দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের হাউসা এলাকায় এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এ ছাড়া খাদিজার শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

উভয় কর্মসূচি থেকে এ ঘটনায় জড়িত শাবিপ্রবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমের ফাঁসির দাবি জানানো হয়।

গত সোমবার ডিগ্রি (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এরই মধ্যে গতকাল বুধবার সিলেটের আদালতে খাদিজার ওপর হামলার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বদরুল আলম। জবানবন্দিতে তিনি বলেন, আট বছর ধরে খাদিজাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত তার ওপর হামলা চালান বদরুল।

ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার খাদিজাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন খাদিজা। গতকাল বুধবার চিকিৎসকরা বলেছেন, ৭২ ঘণ্টা পর তার অবস্থা সম্পর্কে বলা যাবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G