বর্ষবরণের অপেক্ষায় চবি

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ অপরাহ্ণ

চবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

chobiবাংলা নববর্ষ ১৪২২ বরণে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকাল  ৮.৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইট গোল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। সকাল ৯.৩০ মিনিটে জারুলতলায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান ও নাটক। থাকছে বলী খেলা, কাবাডি, বউচি, পুতুল নাচ।

সবশেষে আমন্ত্রিত শিল্পী হৈমন্তী রক্ষিত মান ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

আজ বিকেল ৪ টায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে পুরাতন বছরকে বিদায় জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

এদিকে, নববর্ষকে কেন্দ্র করে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

শরীফ/প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G