মাগুরার শরীরচর্চা সংগঠন সুপ্রভাতের তালবীজ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০২০ সময়ঃ ১১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৯ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্জ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করেছে মাগুরার শরীরচর্চা সংগঠন সুপ্রভাত বাংলাদেশ।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় যুব ভবন প্রাঙ্গণে সকাল ১০ টায় উদ্বোধনকালে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে দেশে এককোটি গাছ লাগাতে হবে। লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে । তিনি বলেন-শুধু গাছ লাগালেই হবে না। রোপিত গাছগুলিকে বড় করতেও হবে যেন পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজে আসতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন, সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা, সাধারণ সম্পাদক খান শফি উল্লাহসহ প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G