মানুষের মনে জায়গা পেতে সাধনা দরকার: সাবিনা ইয়াসমিন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_565_79760গানের পাখি সাবিনা ইয়াসমিন। অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি। একজন খ্যাতনামা বাংলাদেশী সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত সবার কাছে।

দেশাত্মবোধক গান থেকে প্রায় চার দশক ধরে বাংলা গানের বিভিন্ন ধারার নানান (উচ্চাঙ্গ ধ্রুপদ, লোকসঙ্গীত থেকে আধুনিক বাংলা গানসহ চলচ্ছিত্র) মিশ্র আঙ্গিককের সুরে শিল্পীর অবাধ যাতায়তে সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর খ্যাতি বিশ্বব্যাপী।

ছায়াছবিতে ১২ হাজারের মতো গান করছেন তিনি। দশবার পেয়েছেন জাতীয় পুরস্কার। সম্প্রতি সাক্ষাতকারের জন্য সাবিনা ইয়াসমিনের মুখোমুখি । পাঠকদের জন্য তার সঙ্গে কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হল।

**: আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
সাবিনা ইয়াসমিন: প্লেব্যাক, দেশে বিদেশে স্টেজ শো, বিভিন্ন টিভি প্রোগ্রাম এসব নিয়েই বর্তমানে ব্যস্ত আছি।

**: নতুন কোন অ্যালবামের কাজ কি করছেন?
সাবিনা ইয়াসমিন: আমি আসলে অ্যালবাম খুব কম করি। এখনও নতুন অ্যালবাম করার কোন পরিকল্পনা নেই। যদি অ্যালবাম করি আপনাদের মাধ্যমে শ্রোতাদের জানাবো।

**: আপনি তো রিয়েলিটি শো এর বিচারক ছিলেন। বাংলাদেশের রিয়েলিটি শো গুলো সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
সাবিনা ইয়াসমিন: আমার চোখে রিয়েলিটি শোকে পজেটিভই মনে হয়। অনেক নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসছে রিয়েলিটি শো এর মাধ্যমে। রিয়েলিটি শোগুলো না হলে হয়ত তারা কখনোই কারও নজরে আসত না। এইদিক থেকে থেকে রিয়েলিটি শো গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

**: কিন্তু রিয়েলিটি শো থেকে যেসব শিল্পীরা প্রথম, দ্বিতীয় হয়ে বেরিয়ে আসছে তাদের অনেককেই পরে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আপনি কিভাবে দেখেন?
সাবিনা ইয়াসমিন: রিয়েলিটি শোগুলো নতুন শিল্পীদের অনেক বড় একটা প্লাটফর্ম তৈরি করে দেয়। এরপর সেই প্লাটফর্মকে কিভাবে ব্যবহার করতে হবে তা শিল্পীদের ব্যাপার। যারা সঠিকভাবে ব্যবহার করতে করতে পারছে তারাই টিকে আছে। তাছাড়া সাধনা অনেক বড় একটা ব্যাপার। মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নিতে হলে সাধনা করে যেতে হবে। আর এখনকার ছেলে মেয়েদের মধ্যে অল্প সময়ে তারকা খ্যাতি অর্জনের প্রবণতা বেশি দেখা যায়। এগুলো পরিহার করে যারা গানকে ভালোবেসে প্রতিনিয়ত সাধনা করবে তারাই টিকে থাকবে আর বাকিরা হারিয়ে যাবে। এটাই স্বাভাবিক।

**: বর্তমানে যে ধরনের গান হচ্ছে তা সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
সাবিনা ইয়াসমিন: আসলে এখনকার গানগুলো আমার তেমন শোনা হয়না। তবে মাঝে মধ্যে দু একটি শুনি। কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না।

**: এখন যারা গান করছে তাদের মধ্যে কাদের গান আপনার ভালো লাগে?
সাবিনা ইয়াসমিন: এখন যারা গান করছে তাদের মধ্যে ঝিলিক এবং কোনালের গান আমার ভালো লাগে।

**: এখনকার কারও মাঝে কি নিজের ছায়া খুঁজে পেয়েছেন?
সাবিনা ইয়াসমিন: এখনও নিজের ছাঁয়া কারও মাঝে খুঁজে পাইনি। দেখা যাক সামনে কাউকে পাওয়া যায় কিনা।

**: আপনি তো বি এল সি পি এস নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সংগঠনটি সম্পর্কে কিছু বলুন।
সাবিনা ইয়াসমিন: আসলে এই সংগঠন সম্পর্কে এখন আমি তেমন কিছু জানিনা। এটা সম্পর্কে আলাউদ্দিন আলী এবং এন্ড্রু কিশোর ভালো বলতে পারবেন।

**: আপনি তো এই সংগঠনের সভাপতি। তবে এটা সম্পর্কে আপনার না জানার কারণ কি? তবে কি সংগঠনটির কার্যক্রম বর্তমানে বন্ধ আছে?
সাবিনা ইয়াসমিন: না না। বন্ধ থাকবে কেন? আমি আমার ব্যস্ততার জন্য আপাতত এই সংগঠন সম্পর্কে তেমন খোঁজ খবর রাখতে পারছি না। তবে এর কার্যক্রম চলছে।

**: এই সংগঠন থেকে গীতিকার, সুরকার, শিল্পীরা কতটা লাভবান হবে বলে মনে হয়?
সাবিনা ইয়াসমিন: এই সংগঠন গীতিকার, সুরকার, শিল্পীদের প্রাপ্য সম্মানী আদায় করার জন্য কাজ করছে। কাজ সফল হলে অবশ্যই সবাই লাভবান হবে।

**: এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন: আপনাকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল।

প্রতিক্ষণ/এডি/আকিদ, সূত্র: বাংলামেইল২৪ ডটকম.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G