মাহফুজুর রহমান এর কবিতা বাবা

প্রথম প্রকাশঃ জুন ২২, ২০১৭ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

 

সংসারের ঘানি টানা চালিকাশক্তির নাম বাবা
সংসারের প্রাণপ্রাচুর্যে ভরপুর কর্তার নাম বাবা
সংসারের দুর্দিনে কাণ্ডারী স্বেচ্ছাসেবকের নাম বাবা
সংসারের ‘কুলুর বলদ ‘ হওয়া ব্যক্তির নাম বাবা ।
সংসারের অবিচল আস্থা ও অনুপ্রেরণার নাম বাবা
সংসারের ঘূর্ণিঝড়ে অটুট সেতুবন্ধনের নাম বাবা
সংসারের নিউক্লিয়াসের আকর্ষণের নাম বাবা
সংসারের প্রধান আঁতুড়ঘর ও বাতিঘর বাবা !
সংসারের অফুরান প্রাণশক্তি ও বিশ্বাসের নাম বাবা
সংসারের ধূপছায়ায় প্রশান্তির বাতাবরণের নাম বাবা
সংসারের বিরুদ্ধ স্রোতে বৈতরণী পার করা ব্যক্তি বাবা
সংসারের চোরাবালির বিপরীতে ন্যায়ের নাম বাবা !
সংসারের শত অভাব অভিযোগে নির্ভীক বাবা
সংসারের শত সহস্র চাহিদার যোগানদাতা বাবা
সংসারের শত আকাঙ্ক্ষার নিরঙ্কুশ প্রতীক বাবা
সংসারের প্রয়োজন মেটাতে সদা উদগ্রীব বাবা ।
সংসারের সুখে অসুখে প্রধান কেন্দ্রবিন্দু বাবা
সংসারের কষ্টে সদা চিড়েচ্যাপ্টা সর্বংসহা বাবা
সংসারের আনন্দে বাঁধনহারা ভুবন বিজয়ী বাবা
সংসারের আয়োজনে বিনিদ্র রজনী পার করা বাবা ।
সংসারের নানা বিভেদের মাঝে ঐক্যের নাম বাবা
সংসারের সিদ্ধান্তহীনতার মাঝে সিদ্ধান্তের নাম বাবা
সংসারের নানা অপ্রাপ্তির মাঝে প্রাপ্তির নাম বাবা
সংসারের অবিচারের মাঝে ন্যায়বিচারের নাম বাবা ।
সন্তানের আশা ভরসার স্থায়ী বট বৃক্ষের নাম বাবা
সন্তানের বিপদে আপদে আশ্রয়স্থলের নাম বাবা
সন্তানের জন্য জায়নামাজে ক্রন্দনরত ব্যক্তি বাবা
সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখা ব্যক্তি বাবা ।
নিজের জন্য এতটুকু আর্থিক ব্যয় না করা ব্যক্তি বাবা
নিজের স্বাস্থ্যের দিকে এতটুকু নজর না দেয়া ব্যক্তি বাবা
নিজের জন্য এতটুকু সময় না রাখা ব্যক্তি বাবা
নিজের জন্য নিজস্ব কিছু না রাখা ব্যক্তি বাবা ।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G