মির্জা আব্বাসের জামিন আদেশ স্থগিত
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।
দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও মির্জা অব্বাসের পক্ষে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী শনানী করেন। এ বছরের ১৪ মার্চ মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দিয়েছিল আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়। ১০ মার্চ আপিলে বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত না করে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান , “হাইকোর্ট মির্জা আব্বাসকে ঢাকার শাহবাগ থানায় দুদকের দায়ের করা এক মামলায় স্থায়ী জামিন দিয়েছেন। জামিন সংক্রান্ত ওই রায় এখনো প্রকাশ পায়নি। রায় প্রকাশ পেলে কি পর্যবেক্ষণ দিয়ে তাকে জামিন দেয়া হয়েছে তা জানা যাবে। শুনানি নিয়ে আপিল বিভাগ ওই জামিন আদেশের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ আজ আরো ১ সপ্তাহ বৃদ্ধি করে আদেশ দেন।”
জোট সরকারের আমলে মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দ দিয়ে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। ৬ জানুয়ারি এ মামলায় নিম্ন আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। গত ৭ ফেব্রুয়ারি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন মির্জা আব্বাস।
প্রাথমিক শুনানির পর এ মামলায় মির্জা আব্বাসকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি হাইকোর্ট । রুলের ওপর শুনানির পর হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।
প্রতিক্ষণ/এডি/কেএইচ












