মৎস্য আহরণে আগ্রহ মালদ্বীপের

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

hasina_271463351

বাংলাদেশের সাথে যৌথভাবে গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপ । এর ফলে দুই দেশের মধ্যে সর্ম্পক আরো ভালো হবে বলে আশা ব্যক্ত করেন । এ সময় মালদ্বীপ হাইকমিশনার বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে তথ্যপ্রযুক্তির উন্নয়নের প্রশংসা করেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ড. মোহাম্মেদ আসিম এ আগ্রহের কথা জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গভীর সমুদ্রে যৌথভাবে মৎস্য আহরণে আগ্রহ প্রকাশ করে বলেন, দুই দেশ গভীর সমুদ্রে একসঙ্গে মৎস্য সম্পদ আহরণ করতে পারে।মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশ থেকে মাটি নিতে আগ্রহ প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপ চাইলে নিজেদের খরচে বাংলাদেশ থেকে মাটি নিতে পারে।

সাক্ষাৎকালে মেডিকেলসহ বিভিন্ন বিভাগে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থীদের কথা উল্লেখ করেন মোহাম্মেদ আসিম। এসময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের উদ্যোগের কথা জানান।

প্রধানমন্ত্রী ইন্টারনেটের মাধ্যমে ২০০ রকমের সেবা প্রদানের বিষয়টি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় মালদ্বীপের সঙ্গে সর্ম্পক সম্প্রসারণে প্রস্তুত ।

এদিকে, নবনিযুক্ত হাইকমিশনার বলেন, দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের সর্ম্পককে নতুন উচ্চতায় নিয়ে; কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ।

হাইকমিশনার মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রীকে।
প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G