রাজত্ব চলছে কিউ বোলারদের
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দল ইতেমধ্যে ওডানডে সিরিজ হেরে গেছে। আশার পালে সামান্য যে হাওয়া তা এই টি-টুয়েন্টি সিরিজকে নিয়েই। বাংলাদেশী ক্রিকেটপাগল দর্শকের এখন একটাই ভরসা; টি-টুয়েন্টি। সেখানেও এখন শকুনের চোখ পড়েছে। এখন ব্যাট করছে বাংলাদেশ দল। বৃষ্টির ফোটার মতো টপটপ করে উইকেট পড়ছে। প্রথমে ইমরুল, তারপর সাব্বির; এরপর সাকিব এবং সৌম্য। সবাই দলে দলে বাড়ি ফিরছে; আর এদিকে বাংলার দর্শকের হৃদয় রক্তাক্ত হয়ে উঠছে।
ম্যাকলিন পার্কের পিচ যেন রহস্যঘেরা বারমুডা। এখানে সাব্বিররা ব্যাট চালাতেই পারছে না। চার-ছয় যেন ঈদের চাঁদ। হবে-হচ্ছে করে আর হয় না। এমন একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশের ওপেনিং কান্ডারি তামিম-মাহমুদুল্লাহ কি আদৌ হাল ধরতে পারবে? এর উত্তর শুধু উপরওয়ালাই জানেন।এ মুহূর্তে বাংলাদেশের বর্তমান স্কোর ৮ ওভারে চার উইকেট হারিয়ে ৫৮ রান। খেলা কিন্তু ২০ ওভারের! তামিমরা তা মনে রাখতে পারলে ভালো হয়।
বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল নাইন। এদিকে বাংলাদেশ ছাড়াও ভারতের দর্শকরা এই সিরিজের খেলা দেখতে পারবেন সনি ইএসপিএন, স্টার স্পোর্টসে। আর নিউজিল্যান্ডের দর্শকদের জন্য
ম্যাচগুলো প্রচার করবে প্রিমিয়ার টিভি।















