শান্তির শহর মৌলভীবাজারেও জঙ্গি; আতঙ্কে সাধারণ মানুষ

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৭ সময়ঃ ৭:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:

‘আমরা কত শান্তিতে আছলাম ভাই আর আইজ জঙ্গিরা আমরার এলাকাত বোমা মারের। না জানি কত মানুষ মরবো? ফুলিশও ইতারে ডরায়’ এমন ভীতির কথা নিজের ভাষায় প্রতিবেদকের কাছে বর্ণনা করছিলেন রুমান আহমেদ। শহরতলীর মাইজ পাড়ায় থাকেন। মৌলভীবাজারের মতো একটি শান্তিপ্রিয় পর্যটন শহরে জঙ্গিদের একাধিক আস্তানা এবং পুলিশ-র‍্যাবের সাথে গুলাগুলি আর গ্রেনেডসহ নানা বিস্ফোরকের শব্দে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

যেই মানুষটি জঙ্গি কী বোঝেনা সেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে আস্তানাগুলোর আশপাশের পরিবারগুলো ভয় আর আতঙ্কের মধ্যে সময় গুনছেন। কবে পুলিশ বাহিনী জঙ্গিদের নির্মূল করবে এমন প্রতিক্ষায় ঘরের ভেতর আতঙ্কে বন্দি সময় কাটাচ্ছে এলাকার সাধারণ মানুষ।

সকাল থেকে জঙ্গি আস্তানার এলাকাগুলোতে বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন ছিল যা জনজীবনে আতঙ্ক আর ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছিল। বড়হাটএলাকার বাসিন্দা শিবলু রহমান বলেন, ‘ঘরের মধ্যে মহিলারা কান্না শুরু করে দিয়েছেন প্রচন্ড ভয়ে। ঘর থেকে কাউকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস ছাড়া রান্নবান্না হচ্ছে না। অন্ধকারে বসে আছি’।

সামাজিক সংঠন ধ্রুবতারা মৌলভীবাজার জেলা সদস্য সচিব ফয়সল আহমদ বলেন, ‘এই জঙ্গিবাদ শেষপর্যন্ত আমাদের সবুজ সুন্দর এই শহরে হানা দিবে কেউ ভাবতেও পারেনি। জাতি আজ জঙ্গি নামক অভিশাপ থেকে মুক্তি চায়’।

এদিকে ঢাকা থেকে আগত ‘সোয়াট’ খলিলপুর ইউনিয়নের ফতেহপুরে জঙ্গি আস্তানায় ইতোমধ্যে অভিযানে নেমেছে।

 

মৌলভীবাজরের জঙ্গিবিরোধী অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদ এইচ খান। এ বিষয়ে সর্বশেষ তথ্য পেতে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G