শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে তৌফিক মিয়া (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। (রোববার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তৌফিক মিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের রশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ইটাহরি-সদপাশা সড়কের পাশে দাঁড়িয়ে প্রায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে তৌফিক উত্ত্যক্ত করতেন। রোববার ওই শিক্ষিকাকে পুনরায় উত্ত্যক্ত করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তৌফিক মিয়াকে আটক করে। পরে, ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ/এডি/সুজন














