শীগগিরই দেশে পিস টিভি বন্ধ?

প্রকাশঃ জুলাই ৯, ২০১৬ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

peace_tv-zakir_naikসরকারের নির্দেশ পেলেই বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্যাবল মালিক সমিতির সভাপতি হোসেন আক্তার।

গত ১ জুলাই গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর একে একে বেরিয়ে আসতে থাকে হামলাকারীদের পরিচিতি। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে এদের মধ্যে অন্তত দুজন সন্ত্রাসী ভারতের ধর্ম প্রচারক ডা. জাকির নায়েকের অনুসারী ছিল। বিষয়টি প্রকাশের পর দেশে জাকির নায়েকের ভারতভিত্তিক টেলিভিশন চ্যানেল পিস টিভি বন্ধের দাবি উঠতে থাকে। এই পিস টিভিতে জাকির নায়েকের ধর্মসংক্রান্ত বিভিন্ন বক্তৃতা বাংলায় অনুবাদ করে প্রচার করা হয়।

এর বিষয়ে হোসেন আক্তার বলেন, বাংলাদেশের ক্যাবল অপারেটররা সারা দেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিতে প্রস্তুত রয়েছেন। এখন তাঁরা সরকারের নির্দেশের অপেক্ষা করছেন।

হোসেন আক্তার বলেন, ‘আমিও মাঝেমধ্যে পিস টিভি দেখতাম। তবে গুলশান হামলার পর এটির সম্পর্কে যে প্রশ্ন উঠেছে তাতে সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা তাই পালন করব।’

এমনকি বিষয়টি নিয়ে ক্যাবল অপারেটররা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গেও কথা বলেছেন বলে জানান হোসেন আক্তার। তিনি বলেন, তথ্যমন্ত্রী তাঁদের বলেছেন, ঈদের ছুটি শেষে সচিবালয় খোলার পর এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পিস টিভি বন্ধের বিষয়ে তথ্যসচিব মর্তুজা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীকাল রোববার অফিস খোলার পরই এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G