শ্রোতাদের জন্য গান করি:বাপ্পা মজুমদার

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

pic-03_94244বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং গুণী কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন লাখো শ্রোতার হৃদয়ে। সম্প্রতি তিনি কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। তার কিছু অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল…

**: কেমন আছেন?
বাপ্পা মজুমদার: ভালো আছি তবে একটু ব্যস্ততায় কাটছে দিনগুলো।

**: আপনি একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম করছেন। ব্যস্ততা কি এই অ্যালবামকে ঘিরেই?
বাপ্পা মজুমদার: হ্যাঁ। আমি একটি রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজ শুরু করেছি। আগামী পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশ পেতে পারে। অ্যালবামে ৮-১০ টি গান থাকবে। পাশাপাশি আমি আমার পুরনো কিছু গান লাইভ রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করবো। আপাতত ব্যস্ততা এই দুটি কাজ নিয়েই।

**: পুরনো গানগুলোকে নতুন করে লাইভ রেকর্ড করে প্রকাশ করার পরিকল্পনা কিভাবে মাথায় আসলো?
বাপ্পা মজুমদার: আসলে আমরা শ্রোতাদের জন্য গান করি। শ্রোতাদের কথা মাথায় রেখেই গানগুলো লাইভ রেকর্ড করে সেই লাইভ রেকর্ডিং এর ভিডিও ইউটিউবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে শ্রোতারা লাইভ গান শোনার মজাটা পাবে বলে মনে করি আমি।

**: আমাদের দেশের অনেক শিল্পীই এখন অনলাইনে গান প্রকাশে আগ্রহী হচ্ছে। এর কারণ কি বলে মনে হয় আপনার কাছে?
বাপ্পা মজুমদার: আমার কাছে এর প্রধান কারণ মনে হয় অডিও পাইরেসি। এখন অ্যালবাম প্রকাশ করলে তা বিক্রি হয়না। যার জন্য শিল্পীরা অনলাইনে গান প্রকাশে আগ্রহী হচ্ছে।

**: অনলাইনে গান প্রকাশ করে শিল্পীরা কতটা আর্থিকভাবে লাভবান হতে পারছে?
বাপ্পা মজুমদার: সঠিকভাবে কাজ করলে অনলাইন থেকে লাভবান হওয়ার অনেক খাত আছে। তবে এটি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সময়ের সঙ্গে গান প্রকাশের ফরম্যাট পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। এটাকে কিভাবে আশীর্বাদ হিসেবে কাজে লাগানো যায় এজন্য সবার মাথা খাটিয়ে কাজ করতে হবে। তবেই আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।

**: আপনি তো বিসিবির আয়োজনে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি গান করেছেন। কেমন সাড়া পাচ্ছেন গানটি থেকে?
বাপ্পা মজুমদার: হ্যাঁ, বিসিবির আয়োজনে আমি ‘এসপার নয় ওসপার’ শিরোনামের একটি গান করেছি। গানটির সুর এবং সংগীতায়োজন আমার। লিখেছেন শংকর সাঁওজাল। তিনিই এর ভিডিও নির্মাণ করছেন। গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা, কোনাল, মাসুম, শার্টন ও সানবীম। ইউটিউবে গানটির জন্য ভালো সাড়া পাচ্ছি কিন্তু গানটি টিভিতে কম প্রচার হচ্ছে। বিষয়টি দুঃখজনক।

**: এবারের বিশ্বকাপের খেলাগুলো কি দেখা হচ্ছে?
বাপ্পা মজুমদার: বাংলাদেশের খেলাগুলো দেখার চেষ্টা করি। কাজের জন্য দেখতে না পারলেও সবসময় খোঁজ খবর রাখি। বাকি খেলাগুলো তেমন দেখা হচ্ছে না।

**: এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স এখন পর্যন্ত ভালো। এবার কতদূর পর্যন্ত বাংলাদেশ যেতে পারে বলে মনে হয় আপনার?
বাপ্পা মজুমদার: আমি তো চাই এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে এটা অসম্ভব না।

**: এখন আবার একটু গানের প্রসঙ্গে আসি। এখন যে ধরণের গান হচ্ছে তা সম্পর্কে আপনার মূল্যায়ন…
বাপ্পা মজুমদার: এখন গান অনেক ভালো হচ্ছে। আমি কারও নাম উল্লেখ করতে চাই না। তবে নতুন ছেলেমেয়েরা অনেক ভালো কাজ করছে।

**: আপনাদের সবার হাত ধরে আরও সমৃদ্ধ হোক বাংলাদেশের বাংলা গানের ভাণ্ডার। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বাপ্পা মজুমদার: আপনাকেও ধন্যবাদ।

 

প্রতিক্ষণ/এডি/সুমন। সূত্র:বাংলামেইল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G