সালভাদর ডালির পরাবাস্তব চিত্রকর্ম
প্রতিক্ষণ ডেস্কঃ
সালভাদর ফেলিপে জ্যাকিন্টো ডালি ডমিনিখ একজন জনপ্রিয় পরাবাস্তব চিত্রশিল্পী। সালভাদর ডালি নামেই সমধিক পরিচিত এই শিল্পী ১৯০৪ সালের ১১ মে স্পেনের কাতালানে জন্মগ্রহণ করেন। শৈশবে ডালি পাইন্টিং এবং ড্রয়িং এ অনেক আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রথমদিকে চারকলের মাধ্যমে ছবি আঁকা শুরু করেন এবং তাঁর বাবা তাঁকে সাহায্য করেন তাঁর পরাবাস্তব ছবিগুলোর প্রদর্শণী আয়োজনের মাধ্যমে। সেই অল্প বয়সেই ডালির ছবিগুলো ছিল যথেষ্ট পরিশীলিত এবং তাঁর বাবার সহায়তায় তিনি একটি আর্ট স্টুডিও গড়ে তোলেন। সালভাদর ডালি ১৯২২ সালে সান ফ্রান্সিসিকো স্কুল অব ফাইন আর্টস থেকে চারুকলার উপর ডিগ্রি লাভ করেন। ১৯২০ এর দশকে সাল্ভাদর ডালি স্পেনের মাদ্রিদে যান এবং পাবলো পিকাসো ও অন্যান্য চিত্রশিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ পান, যা তাঁর ফোকাসকে পরাবাস্তবতার দিকে ঘুরিয়ে দেয়।
আসুন দেখে নিই এই অসাধারণ চিত্রশিল্পীর ১০টি চিত্রকর্ম।
১। অপটিক্যাল ইলিউশন পেইন্টিং
২। দ্যা টেম্পটেশন
৩। রিফ্লেকশন এলিফ্যান্ট ইলিউশন
৪। সাররিয়াল পেইন্টিং
৫। দ্যা পারসিসটেন্স অব মেমরি
৬। দ্যা বার্নিং জিরাফ
৭। স্টিল লাইফ মুভিং ফাস্ট
৮। অটামনাল ক্যানিবালিজম
৯। ইনভিজিবল ম্যান
১০। মাই মাদার
প্রতিক্ষণ/এডি/সাদিয়া


















