সুন্দর সব দ্বীপের কথা (১ম পর্ব)

প্রকাশঃ মার্চ ২, ২০১৭ সময়ঃ ২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

স্বর্গের কথা চিন্তা করলেই মানসপটে ভেসে উঠে সুন্দর একটি দ্বীপের কথা। বেলাভূমিতে নারিকেলের ছায়ায় বসে সাগরের নীল ঢেউ গুণতে পারাটাই যেন স্বর্গসুখ।

পৃথিবীতে অসংখ্য দ্বীপ আছে। একেকটার সৌন্দর্য একেক রকম। কনতাআর চারপাশে সুনীল সাগর আর রঙবেরঙের প্রবালের ছড়াছড়ি। কোনটার বুক জুড়ে আছে সবুজ জঙ্গল আর উঁচুনিচু পাহাড়। কোনটার সংস্কৃতি এতোই বৈচিত্র্য যে পর্যটকরা মুগ্ধ হয়ে যায়।

সিসিলিস থেকে সান্তরিনি, ক্যারিবিয়ান থেকে ক্যাপ্রি সব দ্বীপই আলোচনার দাবিদার। আসুন জেনে নেই পৃথিবীর সুন্দর সব দ্বীপের কথা। আজ থাকছে চার পর্বের এই ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব-

 

১। মালদ্বীপ

মালদ্বীপে রয়েছে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর দ্বীপগুলো। এখানকার সাগর এতটাই মনোহর যে, মনে হয় হারিয়ে যাই। চোখধাঁধানো মুক্তার মতো বেলাভূমি, স্বচ্ছ সাগরতল, ভারত মহাসাগরের রানীতে পরিণত করেছে মালদ্বীপকে। মালদ্বীপে আছে ২৬টি প্রাকৃতিক বলয়াকার প্রবালপ্রাচীর। এটি বিশ্বের সবচেয়ে নিচু ভুমি, সাগরতল থেকে উচ্চতা মাত্র ৩ মিটার।

সাগরের নিচে প্রবাল ভেসে বেড়ায়, আর ভেসে বেড়ায় সারা পৃথিবী থেকে আসা ডুবুরিরা। ডাঙায় আছে বিলাসবহুল সব হোটেল আর রিসোর্ট। সাগরতটে ছুটি কাটানোর জন্য মালদ্বীপের বিকল্প শুধুই মালদ্বীপ।

২। বোরা বোরা, ফ্রেঞ্চ পলিনেসিয়া

আকারে মেয়েদের কানটুপির মতো এই দ্বীপে আগ্নেয়গিরি রয়েছে। প্রশান্ত মহাসাগরকে নিয়ে যত গল্প আর রুপকথা তার সবগুলোতেই রয়েছে বোরা বোরার সুস্পষ্ট উপস্থিতি। আশেপাশের সাগর যেন শুধুই সাগর নয়, একঝাক নীলকান্তমণির ছোটাছুটি। মাছ, কচ্ছপ, শার্ক- কি নেই এখানে? ছোট ছোট বেশ কিছু দ্বীপ এই উপদ্বীপটিকে ঘিরে রেখেছে।

এখানকার খাবারের স্বাদ অনন্য। ডুবসাঁতারের জন্য বোরা বোরার তুলনা নেই। রয়েছে পাহাড়, রয়েছে পাম গাছের ঘন বন। যদি সামর্থ্য থাকে, আপনার জন্য আছে আড়ম্বরপূর্ণ বাংলো।

৩। পালাওয়ান, ফিলিপাইন

ফিলিপাইনের লোকজন স্বর্গ বলতে পালাওয়ানকেই বুঝে। মুক্তার মতো স্বচ্ছ সাগর থেকে শুরু হয়ে বোর্নিও দ্বীপ পর্যন্ত এর বিস্তৃতি। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে আপনি বেলাভূমিতে বসেই মাছেদের খেলাধুলা অবলোকন করতে পারবেন। পাম গাছের পাতার মর্মর ধ্বনি, মুক্তার মত জলজলে সাদা বালুকা সৃষ্টি করেছে এক নৈসর্গিক আবহ।

এই দ্বীপে রয়েছে বিচিত্র প্রাণিজগৎ, চমৎকার সব হ্রদ, জেলেদের ছিমছাম গ্রাম। ভূগর্ভস্থ নদী ‘পুয়ের্তো প্রিন্সেসা’র জাতীয় উদ্যান এখানকার প্রধান আকর্ষণ।

৪। সিসিলিস

আদি-অকৃত্রিম ছবির মতো সুন্দর দ্বীপ সিসিলিস। কেনিয়ার পূর্বে অবস্থিত এই দ্বীপপুঞ্জে ১১৫টি প্রবাল ও গ্রানাইট দ্বীপ রয়েছে। রয়েছে ইউনেস্কো তালিকাভুক্ত বনজঙ্গল, ডুবোপাহাড় এবং পাম গাছের সারি। বড়বড় শিলাখণ্ডের পাশের সৈকতের বালু দেখলে প্রসাধনীসামগ্রি বলে ভ্রম হয়। ডাইভিং বা ডুবসাঁতারের জন্য সিসিলিস চমৎকার। সাগরে দেখতে পাবেন মনোহর সব মাছের খেলা।

ছিপ দিয়ে মাছ ধরার জন্য সিসিলিস পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান। এখানকার খাবার জিভে এনে দেয় জল। কিছুটা ঝাল, আর অনেক অনেক সামুদ্রিক মাছ সিসিলিসের খাবার দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি।

প্রতিক্ষণ/এডি/নাহসু

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G