হাওড়ের মানুষ আজ অভাবের খবর নয়, খাবার চায়

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৭ সময়ঃ ১২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৬ অপরাহ্ণ

এ.কে.এম.মাহফুজুর রহমান

হায় ! আজ হাওড়ের মানুষের দুঃখের শেষ নাই ,

ধান – মাছ – হাঁস – মুরগি সব , সব বানে ভেসে গেছে !
প্রকৃতির সর্বনাশী ছোবলে হাওড়ে অবশিষ্ট কিছু নাই,
হায় ! আজ হাওড়ের মানুষের সুখের স্বপ্ন ভেসে গেছে !

হাওড়ের অভাবী মানুষের শেষ সম্বল শেষ হয়ে গেছে !
যদিও পেটের রাক্ষুসে খিদে মরে যায়নি এতটুকু !
হাওড়ের অভাবী মানুষ খাবার চায় , খাবার আছে ?
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ খাবার দিয়েছে কতটুকু ?

হায় ! হাওড়ের অভাবী মানুষ আজ খাবার চায় !
হায় ! হাওড়ের দুর্ভাগা কৃষক আজ ঋণ মওকুফ চায় !
হায় ! হাওড়ের বঞ্চিত মানুষ আজ নাগরিক সেবা চায় !
লন্ডনী কইন্যা,সুশীল আর ভোট প্রার্থীরা আজ কোথায় ?

গণমাধ্যমে আজ হাওড় মানবিক আবেদনধর্মী ফিচার ,
পত্রিকার কাটতি বাড়ছে ,টিভির টকশো বেদনা যোগায় ,
কিন্তু হাওড়ের মানুষের আজ প্রাণান্তকর চেষ্টা শুধু বাঁচার
অথচ আজ হাওড়ের মানুষ নিয়ে অযথাই “তালিকা” হয় !

আজ হাওড়ের মানুষের জন্য গণমাধ্যমে হাহাকার চলছে,
আজ হাওড়ের জন্য সমাজ পতিরা মানববন্ধন করছে ,
আজ হাওড়ের মানুষের জন্য সুশীলরা সম্মেলন করছে ,
অথচ হাওড়ের মানুষের খিদের যন্ত্রণা বেড়েই চলছে !

আজ হাওড়ের মানুষ ;
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মহাপরিকল্পনা নয়,খাবার চায়!
আজ হাওড়ের মানুষ ;
ফিচার নয়, মানববন্ধন নয় , সম্মেলন নয় , খাবার চায় !

হাওড়ের মানুষ না পাওয়ার দুঃখ নয় পাওয়ার সুখ চায় !
হাওড়ের মানুষ প্রতিশ্রুতির ফুলঝুরি নয় বাস্তবায়ন চায় !
হাওড়ের মানুষ তালিকায় নাম উঠাতে নয় খাবার চায় !
হাওড়ের মানুষ আজ অভাবের খবর নয় , খাবার চায় !

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G