১০ কেজি মূলায় ১ কেজি আলু

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mulaগাইবান্ধায় আলু চাষীদের মুখে হাসির ঝিলিক থাকলেও মাথায় হাত পড়েছে মূলা চাষীদের। সম্প্রতি আলুর দাম দফায় দফায় বাড়লেও কমেছে মূলার দাম। গাইবান্ধা জেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৬ টাকা দরে।

এদিকে প্রতি কেজি মূলা ৩ থেকে ৪ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতা মফিজ উদ্দিন ও ক্রেতা মেনহাজ আলী জানান, গত এক সপ্তাহ পুর্বে প্রতি কেজি আলু ২০ থেকে ২২ টাকা দরে কেনা বেচা হয়েছে। এখন প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত।

আলু চাষি আব্দুর রশিদ মিয়া হাস্যোজ্জল মুখে বলেন, গত বছরের তুলনায় এবারে আলুর বাজার মূল্য ভাল। এভাবে দাম স্থায়ী থাকলে আলু চাষে লাভবান হওয়া সম্ভব। মূলা চাষী মোসলেম উদ্দিন হতাশ মুখে বলেন, আমি ১ বিঘা জমিতে মূলা চাষাবাদ করেছি। উর্দ্বগতি মূল্যে সার-কিটনাশক কিনে যে পরিমান টাকা খরচ হয়েছে তা অর্ধেক পরিমান উঠানো সম্ভব হচ্ছে না।

এদিকে ক্রেতা সাধারণ জানান, শীতকালীন সবজির আমদানি বাড়তে থাকলেও কমেনি সবজির দাম। অগ্রাহায়ণ মাসের শুরু থেকে বেড়েই চলেছে আলুর দাম। বর্তমান বাজারে শীতের সবজি বিক্রি হচ্ছে, ফুলকপি প্রতিকেজি ৩০ টাকা, বাঁধা কপি ২৫ টাকা, বেগুন ৩০ টাকা, শিম ৩০ টাকা, টমেটো ৭০ টাকা, করল্লা ৪০ টাকা এবং লাউ (আকার ভেদে) ৩০ টাকা, ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G