৫০ বছর পূর্তি: বহু প্রতীক্ষার দিন আজ
১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠা লাভের পর থেকে সময়ের চাকায় চড়ে ৫০ বছর পূর্ণ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বহু প্রতীক্ষার একটি দিন। আজ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য মহাউৎসবের একটি দিন। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি দেখতে দেখতে পঞ্চাশে পৌঁছলো। যারা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালে বা প্রথমদিকের শিক্ষার্থী ছিলেন, তাদের জন্য এই দিনটি বড় পাওয়া। সুবর্ণজয়ন্তী উদযাপনে অনেকেই ছুটে আসছেন প্রাণের বিশ্ববিদ্যালয়ে।
এ মিলনমেলায় যোগ দিতে গতকাল সকাল থেকেই চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন হাজারো সাবেক শিক্ষার্থী। চবি শিক্ষার্থীতে মুখরিত হয়ে উঠেছে পুরো সোনার বাংলা এক্সপ্রেস। ছবিতে ছবিতে পুরো ফেসুবুক ভরে উঠেছে। কারো কারো কাছে এ আনন্দ ঈদের মতই। সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে এর মধ্যে ৯ হাজার ৫৫৮ জন প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নিবন্ধন করেছেন ২০ হাজার ২৯২ জন।
আজ প্রথম দিন বিকেল তিনটায় নগরীর বাদশাহ মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা। এ শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিআরবি’র শিরীষতলায় এসে শেষ হবে। সন্ধ্যায় জিইসি কনভেনশন সেন্টারে সাবেক শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ‘ওয়েলকাম নাইট’। সাথে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন।
ওয়েলকাম নাইটে বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা। সঙ্গে থাকবেন চট্টগ্রামের সন্দ্বীপন চৌধুরী।
আগামীকাল দ্বিতীয় দিনে থাকবে সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সুবর্ণজয়ন্তী বক্তা থাকবেন ইমিরেটাস প্রফেসর ড. আনিসুজ্জামান।
কাল দুপুর ১২টা পর্যন্ত চলবে আলোচনা সভা। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে। শহীদদের সম্মাননা জানানোর পরই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যা সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।















