ভালো খেলছে টাইগাররা

প্রকাশঃ মার্চ ২১, ২০১৬ সময়ঃ ১১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

শারমিন আকতার

during the ICC World Twenty20 India 2016 Super 10s Group 2 match between Australia and Bangladesh at M. Chinnaswamy Stadium on March 21, 2016 in Bangalore, India.

সাকিবের দুর্দান্ত ক্যাচ আর মুস্তাফিজের বলে পাঁচ উইকেট গেল অস্ট্রেলিয়ার।এবার বলি অন্যকথা, সাকিবের বলে দুর্দান্ত স্ট্যাম্পিং। গেল ৬ উইকেট। এখনও শেষ হয়নি লাকিম্যান সাকিবের স্তুতিকাব্য। তার বলে ৭ম উইকেট গেল। এবার ভাগ্যের খেলা দেখব।  যদিও ভালো অবস্থানে আছে অসিরা।

শুরু থেকে যেভাবে খেলছে অস্ট্রেলিয়ানরা তাতে জয়ের পথে বাধা হয়ে কেউ কি আদৌ দাঁড়াতে পারবে কিনা জানি না। তবে এটুকু সান্তনা, ১৪ ওভারে ৪ উইকেট হারালো অসিরা। এছাড়া ব্যাটিংয়ে বেশ সাচ্ছন্দ্য নিয়ে খেলছে। কোনো বাধা তাদের কাছে কখনও খুব একটা বড় বাধা হয় না, বিশেষ করে তাদের ফিটনেস, আকৃতি আর শরীরী ভাষায়। জয়ের পথে বেশ দ্রুত এগুচ্ছে অস্ট্রেলিয়া। আমাদের মাশরাফি-সাকিবরাও বেশ চেষ্টা করে যাচ্ছে। এ কথা মনে রেখে মনকে সান্তনা দিতে চাই. শেষ ভালো যার সব ভালো তার।

এবার পুরোনো কাসুন্দিটা একটু মনে করিয়ে দিই। বাংলাদেশ শেষ মুহুর্তের ঝড়ো ইনিংসের বদৌলতে ১৫৬ রান করতে পেরেছে। বিশেষ করে মাহমুদুল্লার কথা বলতেই হয়।

=======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G