ভালো খেলছে টাইগাররা
শারমিন আকতার
সাকিবের দুর্দান্ত ক্যাচ আর মুস্তাফিজের বলে পাঁচ উইকেট গেল অস্ট্রেলিয়ার।এবার বলি অন্যকথা, সাকিবের বলে দুর্দান্ত স্ট্যাম্পিং। গেল ৬ উইকেট। এখনও শেষ হয়নি লাকিম্যান সাকিবের স্তুতিকাব্য। তার বলে ৭ম উইকেট গেল। এবার ভাগ্যের খেলা দেখব। যদিও ভালো অবস্থানে আছে অসিরা।
শুরু থেকে যেভাবে খেলছে অস্ট্রেলিয়ানরা তাতে জয়ের পথে বাধা হয়ে কেউ কি আদৌ দাঁড়াতে পারবে কিনা জানি না। তবে এটুকু সান্তনা, ১৪ ওভারে ৪ উইকেট হারালো অসিরা। এছাড়া ব্যাটিংয়ে বেশ সাচ্ছন্দ্য নিয়ে খেলছে। কোনো বাধা তাদের কাছে কখনও খুব একটা বড় বাধা হয় না, বিশেষ করে তাদের ফিটনেস, আকৃতি আর শরীরী ভাষায়। জয়ের পথে বেশ দ্রুত এগুচ্ছে অস্ট্রেলিয়া। আমাদের মাশরাফি-সাকিবরাও বেশ চেষ্টা করে যাচ্ছে। এ কথা মনে রেখে মনকে সান্তনা দিতে চাই. শেষ ভালো যার সব ভালো তার।
এবার পুরোনো কাসুন্দিটা একটু মনে করিয়ে দিই। বাংলাদেশ শেষ মুহুর্তের ঝড়ো ইনিংসের বদৌলতে ১৫৬ রান করতে পেরেছে। বিশেষ করে মাহমুদুল্লার কথা বলতেই হয়।
=======















