রাশিয়া পুরানো ইউক্রেনীয় অস্ত্র ব্যবহার করছে

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০২৩ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

সোভিয়েত ইউনিয়নের পতনের পর একটি নিরস্ত্রীকরণ অভিযানের সময় মস্কো কিয়েভের প্রাকৃতিক গ্যাসের ঋণের অর্থ প্রদানের জন্য অস্ত্র পেয়েছিল।

হোয়াইট সোয়ান নামে পরিচিত টিইউ-১৬০ হল বিশ্বের সবচেয়ে ভারী এবং দ্রুততম সুপারসনিক বোমারু বিমান।

সোভিয়েত-পরিকল্পনা অুনয়ায়ী অর্ধেক পৃথিবীর চক্কর দিতে পারে এবং পৃথিবীর উপর থেকে ২০ কিলোমিটার (১২.৪ মাইল) পর্যন্ত উড়তে পারে। ৪৫ টন বোমা বা এক ডজন কেএইচ-৫৫ পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।

মস্কোর  ১৬টি হোয়াইট সোয়ান নামের ভয়ঙ্কর পরমানু বিমান রয়েছে এবং তারা পশ্চিমের সাথে তার নতুন করে সংঘর্ষে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে।

সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ানরা মার্কিন এবং কানাডিয়ান আকাশসীমা লঙ্ঘন করার জন্য উত্তর মেরুর উপর দিয়ে উড়েছে। ভেনিজুয়েলায় অবতরণ করেছে এবং সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
গত মার্চ মাস থেকে ইউক্রেনে নরক বর্ষণ করেছে হোয়াইট সোয়ান।

তারা সারাতোভ শহরের ভলগা নদীর কাছে একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং ইউক্রেনের আকাশসীমায় প্রবেশ না করেই অ-পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

আশ্চর্যজনক হলেও সত্য রাশিয়ার অর্ধেক হোয়াইট সোয়ান একসময় কিভের ছিল।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G