অকস্মাৎ গল্প!

প্রথম প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

flash fiction‘অকস্মাৎ গল্প’ কিংবা ফ্লাশ ফিকশন (Flash Fiction) গুলো শুরু হয় অকস্মাৎ শেষও হয় অকস্মাৎ। মাত্র কয়েক শব্দের এই গল্প গুলো হয় শক্তিশালী অর্থবোধক। পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটি লিখেছেন আমারিকার লেখক ফ্রেডরিক ব্রাউন ১৯৪৮ সালে। ‘নক’ নামের এই গল্পটি প্রকাশ পাওয়ার পর চারিদিকে হইচই পরে যায়।
গল্পটি ছিল এমন-

পৃথিবীর সর্বশেষ মানুষটি একা-একা রুমে বসেছিল,ঠিক তখনই তার দরজায় নক হলো। শিউরে উঠল সে-কে????

আর্নেস্ট হেমিংওয়েও এধরনের গল্প লিখতেন। তবে তিনি লিখতেন বন্ধুদের সাথে বাজি ধরে। মাত্র ছ’টি শব্দ ব্যবহার করেই চমকে দিয়েছিলেন সবাইকে। তারা লেখা একটি বিখ্যাৎ ফ্লাশ ফিকশন হলঃ

For sale Baby Shoes,Never Worn.

ভাবার্থ:বাচ্চাটির জন্য কিনে রাখা জুতোটি বিক্রি হবে,যা কখনো ব্যবহার হয়নি।

এমন আরও কিছু ফ্লাশ ফিকশন দেয়া হল তবে গুগলে সার্চ দিলে এমন অনেক ফ্লাশ ফিকশন পাওয়া যাবে।

জীবনের গল্প: রিদিতা কে যেতে দেখে সেও ফিরে চলল।ক্রাচের খট খট শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না।

হরর গল্প: আসাদ আমার সামনে দাঁড়িয়ে।,যাকে দু ঘন্টা আগে গাড়ি চাপা দেয়া হয়েছে।

সাইকো থ্রিলার : তোমার আঙুল গুলো যথেষ্ট সুস্বাদু।।

রোমাঞ্চ গল্প: ফোন স্ক্রিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি,রিং হচ্ছে কিন্তু কোন নাম্বার নেই কেন???

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G