অনলাইনে জমির খতিয়ান ও মালিকানা যাচাই করুন সহজে
প্রতিক্ষণ ডেস্ক
জমি বাংলাদেশের অন্যতম মূল্যবান সম্পদ। তবুও অনেক মানুষ জানেন না তাদের জমি কোথায় অবস্থিত বা মালিকানা কার নামে। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে এখন ঘরে বসেই অনলাইনে জমির খতিয়ান ও মালিকানা সংক্রান্ত তথ্য জানা সম্ভব।
ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যেই দেশের সব ভূমি সেবাকে ডিজিটালাইজ করেছে। ফলে খতিয়ান সংগ্রহ, মালিকানা যাচাই, দাগ নম্বর বা সীমানা সবই অনলাইনে সহজে দেখা যায়। অনেক পরিবারে দেখা যায় বাবা-মা বা দাদা-দাদি মৃত্যুর আগে জমি রেখে গেছেন, কিন্তু উত্তরাধিকারীরা তার সঠিক অবস্থান বা মালিকানা জানেন না। অনলাইনের মাধ্যমে যে কেউ নিজের নাম, পূর্বপুরুষদের নাম বা জমির দাগ নম্বর দিয়ে সম্পূর্ণ খতিয়ান ও মালিকানা জানতে পারেন।
জমির মালিকানা যাচাই করা জরুরি, কারণ প্রতারকরা ভুয়া মালিক সাজিয়ে নকল কাগজপত্র দেখিয়ে জমি বিক্রি করতে পারে। মৃত মালিকের নামে জমি থাকলে ওয়ারিশ নির্ধারণ না করলে ভবিষ্যতে দখল নিয়ে ঝামেলা হতে পারে।
অনলাইনে খতিয়ান দেখতে, শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে গিয়ে “Search Khatian” অপশন থেকে প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই সম্পূর্ণ মালিকানা, দাগ নম্বর, সীমানা ও অন্যান্য তথ্য পাওয়া যায়। সন্দেহ হলে নিকটস্থ ভূমি অফিস থেকেও মূল খতিয়ান যাচাই করা যায়।
ডিজিটাল সেবার ফলে জালিয়াতি কমছে, ঝামেলা কমছে এবং মানুষের জমি সংক্রান্ত তথ্য এখন আরও সহজলভ্য ও নিরাপদ।










