অনলাইন বিজনেস আইডিয়ায় সফল লাকী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

laki-s

দেশের বেকারত্ব কমিয়ে আনতে বিনামূল্যে অনলাইনে দিচ্ছেন বিজনেস আইডিয়া। আধুনিক নারীদের মত শুধু কর্পোরেট পোশায় নয় ব্যবসাতেও সফলতার চিএ্র তুলে ধরেছেন তিনি। নিজের কর্মদক্ষতা দিয়ে এগিয়ে চলেছেন কাঙ্খিত লক্ষে। নিজেকে আত্মনির্ভরশীল করার সাথে তরুণ সমাজকেও আয়ের নানা পথ দেখাচ্ছেন। এমনই এক উদ্যোক্তা হলেন ফারহানা লাকী।

ফারহানা লাকী তবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশে এটি একটি অনন্য এক ধারণা। বাংলাদেশ ও আফ্রিকাসহ বিশ্বের গরিব দেশের মানুষ এ অনলাইন থেকে বিনামূল্যে যে কোনো বিজনেস আইডিয়া নিতে পারবে।

www.luckyideabd.com-এর উদ্যোক্তা ফারহানা লাকী বলেন, “বাংলাদেশের বিপুলসংখ্যক বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এখন একটি অসম্ভব কল্পনা। কিন্তু আমরা যদি সবাই ব্যবসায়ী হতে পারি, তবে বেকার সমস্যার সমাধান সম্ভব। যার যতটুকু পুঁজি আছে তা নিয়েই শুরু করা যায় ব্যবসা।”

তিনি আরো বলেন,”অনেকের ধারণা, ব্যবসা করতে অনেক টাকা লাগে। মোটেও তা নয়, ১০০ টাকা দিয়েও ব্যবসা শুরু করা সম্ভব। কিন্তু কে জানে এ ১০০ টাকা পুঁজিই হয়তো তাকে ১০০ কোটি টাকার ব্যবসায়ীতে পরিণত করতে পারে।”

মাস ছয়েক হল যাত্রা শুরু করেছে www.luckyideabd.com । বিশ্বের প্রায় ৫০টি দেশের আগ্রহীরা ভিজিট করেছেন পেইজটি। বিভিন্ন দেশের আগ্রহীদের কাছ থেকে পেয়েছেন মূল্যবান পরামর্শ। তারা বাংলাদেশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিভিন্ন ভাষায় এটি অনুবাদের অনুরোধও এসেছে। বর্তমানে বাংলা ও ইংরেজি এ দুই ভাষায় ৩৫০টির মতো বিজনেস আইডিয়া দেয়া হয়েছে এ ওয়েবপেজে। চলছে নতুন নতুন আইডিয়া নিয়ে গবেষণা।

এখানে প্রধানত বাংলাদেশের মানুষের চাহিদা, পুঁজি এবং সম্ভাবনা বেশি বিবেচিত হয়েছে। বিভাগগুলোর মধ্যে রয়েছে- কৃষি, কুটিরশিল্প, বৃহৎ কুটিরশিল্প, শিক্ষা, আইটি, মিডিয়া, ফ্যাশন, ইঞ্জিনিয়ারিং, মুদ্রণ ইত্যাদি।

ফারহানা লাকীর অধীনে কাজ করছে আটজনের একটি তরুণ গবেষক দল। ওই দলের সদস্যরা মাঠপর্যায়ে বাস্তবায়নযোগ্য আইডিয়াগুলো সংগ্রহ করেন। এরপর সংগৃহীত সেই সব আইডিয়া দিয়েই ওয়েবপেজটি সাজানো হয়।

এছাড়া একজন নতুন উদ্যোক্তাকে আত্মবিশ্বাসী করে তুলতে দক্ষতাবিষয়ক নানা টিপসও দেওয়া হয়। এ ওয়েবসাইটে রয়েছে নানা প্রশিক্ষণের তথ্য। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রয়েছে ‘জিরো থেকে হিরো’র মতো সফল উদ্যোক্তাদের গল্প।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G