অভিনেত্রী হতে চান বিশ্বের খর্বকায় নারী

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৭ সময়ঃ ১০:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

joti 02ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা জ্যোতি আমগে। বয়স বাড়লেও বাড়েনি তার উচ্চতা। ২৩ বছর বয়সী জ্যোতির উচ্চতা মাত্র ৬২ দশমিক ৮ সেন্টিমিটার অর্থাৎ দুই ফুট সাত ইঞ্চি, যা চার মাসের কন্যা সন্তানদের গড় উচ্চতার সমান। এমন ক্ষুদ্রাকৃতির কারণে গিনেজ বুকেও উঠেছে তার নাম।

joti 01সংস্থাটির তথ্যমতে, এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতি নারী জ্যোতি আমগে। ২০১১ সালে জ্যোতির ১৮তম জন্মদিন উদযাপনের পর তাকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতি নারীর স্বীকৃতি দেয় গিনেজ কর্তৃপক্ষ। এই সময় সংস্থাটির তরফ থেকে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে আমগের উচ্চতা তিনবার মেপেছেন চিকিৎসক। তবে সামান্য তারতম্য হওয়ায় আমরা গড় উচ্চতাকেই গ্রহণ করা হয়েছে।

সবচেয়ে খর্বাকৃতির নারী নির্বাচিত হওয়ার পর জ্যোতিকে আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হয়। এই স্বীকৃতির জন্য আনন্দিত জ্যোতির বাবা-মা। অন্যদিকে, বলিউড অভিনেত্রী হওয়ার জন্য আগ্রহের কথা জানায় জ্যোতি।

এর আগে বিশ্বের সবচেয়ে খর্বকায় নারীর খেতাব ছিল ব্রিজেত জর্ডানের। তাঁর বাড়ি যুক্তরাজ্যের ইলিনয় অঙ্গরাজ্যে। জর্ডানের উচ্চতা ৬৯ দশমিক ৪৯ সেন্টিমিটার।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G