অস্ট্রেলিয়ার ডারউইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্রতিক্ষণ ডেস্ক
অস্ট্রেলিয়ার ডারউইনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ছাত্র নাসিম বাহাদুর (২৭) প্রাণ হারিয়েছেন। নাসিম সিআইএম (CIM)-এ মাস্টার্স অফ আইটি প্রোগ্রামের ছাত্র ছিলেন এবং গত বছরের সেপ্টেম্বরে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় আগমন করেন। তিনি বন্ধুদের সঙ্গে Durack Heights এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, নাসিম হাইওয়ের বাইপাস রোড দিয়ে ডান পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ডারউইন হাসপাতালে রাখা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।
ডারউইনের হাইওয়েগুলিতে গাড়ির গতি সাধারণত ঘণ্টায় ১০০ কিমি বা তার বেশি থাকে। তাই সামান্য ভুলেও নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে। কর্তৃপক্ষ এবং স্থানীয়রা হাইওয়েতে অতিরিক্ত সতর্কতার পরামর্শ দিয়েছেন এবং অস্ট্রেলিয়ায় আসার পরই অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরামর্শ দিয়েছেন।










