আইফোন ব্যবহার সহজ করতে বদলে নিন এই ৬টি ঝামেলাপূর্ণ সেটিংস
প্রতিক্ষণ ডেস্ক
অ্যাপল প্রতি বছর আইওএস–এ নতুন ফিচার যোগ করলেও কিছু ডিফল্ট সেটিংস এখনো ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর। তবে কয়েকটি সাধারণ পরিবর্তন করলেই আইফোন ব্যবহার আরও সহজ, স্বস্তিদায়ক ও ব্যাঘাতমুক্ত হয়ে উঠতে পারে। দেখুন এমন ছয়টি সেটিংস—
১. বারবার আপডেট নোটিফিকেশন দেখায়? বন্ধ করে দিন অটো আপডেট
আইওএস আপডেটের পপ-আপ কি ঘন ঘন আসে? সমাধান সহজ—
Settings > General > Software Update > Automatic Updates > iOS Updates > Off
অটো আপডেট বন্ধ করলে বিরক্তিকর নোটিফিকেশন আর আসবে না। তবে আপডেট এসেছে কি না তা মাঝে মাঝে আপনাকেই চেক করতে হবে।
২. স্ক্রিন দ্রুত অন্ধকার হয়ে যাচ্ছে? অটো–লক সময় বাড়িয়ে নিন
রেসিপি দেখা, নোট লেখা বা ভিডিও দেখার সময় স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া খুবই বিরক্তিকর। সময় বাড়াতে যান—
Settings > Display & Brightness > Auto-Lock
৩০ সেকেন্ড থেকে ৫ মিনিট পর্যন্ত সময় বেছে নিতে পারবেন। চাইলে Never-ও ব্যবহার করা যায়।
৩. অ্যাপের লাল নোটিফিকেশন ডটস বিরক্ত করছে? ব্যাজ বন্ধ করুন
অতিরিক্ত নোটিফিকেশন মানেই অপ্রয়োজনীয় চাপ। শুধু গুরুত্বপূর্ণ অ্যাপ রেখে বাকি ব্যাজ বন্ধ করতে পারেন—
Settings > Notifications > [App Name]
এখানে Badges, Banners, Lock Screen, Sounds—সব নিয়ন্ত্রণ আছে। যে অ্যাপ গুরুত্বপূর্ণ নয়, তার ব্যাজ ও ব্যানার বন্ধ করলেই নোটিফিকেশন বিশৃঙ্খলা কমবে।
৪. ছবি তুললে ভিডিও হয়ে যাচ্ছে? লাইভ ফটো বন্ধ রাখুন
লাইভ ফটো অন থাকলে ছবি কয়েক সেকেন্ডের ছোট ভিডিও ফাইল হয়ে যায়। বন্ধ করতে—
১) ক্যামেরা অ্যাপে ডান পাশে থাকা লাইভ ফটো আইকন বন্ধ করুন।
২) তারপর যান Settings > Camera > Preserve Settings এবং Live Photo চালু করুন—এতে সেটিংস স্থায়ীভাবে অফ থাকবে।
৫. সিরি সবসময় শুনছে? প্রয়োজন না থাকলে নিষ্ক্রিয় করুন
গোপনীয়তা বা অনিচ্ছাকৃত অ্যাক্টিভেশন—দুই কারণেই সিরি বন্ধ রাখতে চান অনেকেই।
বন্ধ করতে যান—
Settings > Siri > Talk to Siri > Off
এ ছাড়াও সাইড বাটন দিয়ে সিরি চালু হওয়ার অপশন এবং লক স্ক্রিনে সিরি অ্যাক্সেস বন্ধ করা যায়।
৬. ব্যাটারির শতাংশ দেখায় না? চালু করে নিন ব্যাটারি পারসেন্টেজ
শুধু ব্যাটারি আইকন দেখে চার্জ বুঝতে অসুবিধা হলে—
Settings > Battery > Battery Percentage
এটি অন করলে ব্যাটারি আইকনের ভেতরেই শতাংশ দেখা যাবে। একই মেনুতে গিয়ে Battery Health & Charging–এ ব্যাটারির বর্তমান সক্ষমতাও দেখা যাবে।










