আজ দেশজুড়ে ‘স্বর্গ থেকে নরক’

প্রথম প্রকাশঃ মার্চ ২৬, ২০১৬ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪২ অপরাহ্ণ

111

মেধাবী ছাত্র তরুণ ইমন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সময় বন্ধুদের প্ররোচনায় একসময় নেশায় জড়িয়ে পড়ে। দিন দিন তার মাদকাসক্তি বাড়তে থাকে। ওদিকে মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিপুণ র‌্যাম্প মডেল হিসেবে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করে। র‌্যাম্পের  রঙিন ভুবনে চলতে চলতে সেও একদিন মাদকাসক্ত হয়। তারুণ্যদীপ্ত যে জীবন স্বর্গের মতো ছিল, তা নরক হয়ে ওঠে। ইমন আর নিপুণের দিকে তাকিয়ে যে কারও তখন মনে হতে থাকে, ‘কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’। শেখ ফজলল করিমের লেখা ‘স্বর্গ ও নরক’ কবিতার এ প্রারম্ভিক বাক্যের সঙ্গে সবাই পরিচিত। তার সে কবিতায় প্রণোদিত হয়েই প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী তার পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম রেখেছেন ‘স্বর্গ থেকে নরক’। মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’। ফেরদৌস-নিপুন জুটির ছবিটি গেল বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পায়। অরূপ রতন চৌধুরীর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় মাদকের কুফল নির্ভর চলচ্চিত্রটি তখন দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তবে চলচ্চিত্রের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে দেশবাসিকে সচেতন করতে এবার সরকারি উদ্যোগে বিশেষ উপায়ে ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সকল জেলা ও উপজেলায় ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত একটি চিঠি জেলা ও উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি বানানো হয়েছে। এই ছবিটি দেশের যুব সমাজকে মাদকাসক্ত হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করবে। আর তাই ছবিটি দেশের সকল জেলা ও উপজেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ও ধূমপানবিরোধী চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস ও দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ। আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, শর্মিলী আহমেদ, রহমত আলী, ওয়াহিদা মলি্লক জলি প্রমুখ। এ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন ড. অরূপ রতন চৌধুরী নিজেই।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G