আটক চারজনের জামিন শুনানি রোববার

প্রকাশঃ মে ২৭, ২০১৭ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় গ্রেপ্তার লিটন নন্দীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের জামিন আবেদন শুনানির জন্য রোববার দিন রেখেছেন ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরকে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সোহেল আহমেদ ও জীবনানন্দ জয়ন্ত। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান।

প্রসঙ্গত, বহু আলোচনা-সমালোচনার মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে ভাস্কর্য অপসারণ করা হয়। এর প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট, প্রগতিশীল ছাত্র জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। দফায় দফায় জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। আটক করা হয় চারজনকে। এতে ২০ জন আহত হয়েছে বলে দাবি করে বিক্ষোভকারীরা।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G