আলী রীয়াজ এবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২৫ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।”

নতুন পদে আলী রীয়াজ উপদেষ্টার সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) আলী রীয়াজ জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পান। কমিশনের সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিন দফায় মেয়াদ বাড়ানোর পর গত ৩১ অক্টোবর ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষ হয়। এর ১৩ দিন পরই আলী রীয়াজ পেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নতুন দায়িত্ব।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G