ইস্কাটনে দেয়াল ধসে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর নিউ ইস্কাটন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে ওবায়দুল (২৮) নামে একজন নিহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ৯ টার দিকে ২৯ নিউ ইস্কাটন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওবায়দুল ওই ভবনের পাশেই অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ইলেক্ট্রিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেন।
নিহতের সহকর্মী তোফাজ্জল হোসেন জানান, ওবায়দুল শনিবার রাতে দায়িত্ব পালন পালন শেষে রোববার সকাল সোয়া ৯টার দিকে বাসায় ফিরছিলেন।
এসময় নির্মাণাধীন ওই ভবনের সীমানা প্রাচীর ভেঙে পড়লে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশটি উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
নিহত ওবায়দুল হক এক সন্তানের জনক। তার বাড়ি পটুয়াখালী সদরের মির্জাগঞ্জ এলাকায়। পিতার নাম ওহাব মৃধা। গাজীপুরের পূবাইলে বসবাস করতেন তিনি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ /এডি/জাহেদ














