উইন্ডোজ ১০ এর নতুন দু্ই আপডেট

প্রকাশঃ আগস্ট ১৬, ২০১৬ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

microsoft

২০১৭ সালে উইন্ডোজ ১০ এর আরও দুই আপডেট আসছে বলে নতুন প্রকাশিত এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের আইটি বিভাগের কর্মকর্তারা জানিয়েছে। মাইক্রোসফটের বার্ষিক আপডেট উইন্ডোজ ১০ আসতে না আসতেই অপারেটিং সিস্টেমের ভবিষ্যৎ আপডেট নিয়ে পরিকল্পনা করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

নতুন প্রকাশিত ওই ব্লগ পোস্টে, প্রতিষ্ঠানটির আইটি বিভাগের কর্মকর্তারা নতুন আপডেটের বিস্তারিত পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।

মাইক্রোসফট-এর নাথান মার্সার বলেন,”২০১৬ সালের জন্য এটিই হবে আমাদের সর্বশেষ ফিচার আপডেট। ২০১৭ সালে আমরা আরও দুইটি বিশেষ ফিচার আপডেট আনব বলে আশা করছি”।

নতুন এই আপডেট নিয়ে ইতোমধ্যে মাইক্রোসফট কাজ শুরু করেছে বলে জানা গেছে। ‘রেডস্টোন ২’ কোডনেইমের ওই নতুন আপডেট মাইক্রোসফটের ‘সারফেইস প্রো’ আর ‘সারফেইস বুক ডিভাইস’-এ ভালো কাজ করবে, মার্কিন সাইট ভার্জ-এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

এর আগে ২০১৫ সালের জুলাইতে ‘থ্রেসহোল্ড ১’ কোডনেইমে উইন্ডোজ ১০-এর আপডেট বাজারে আসে, যা পড়ে হালনাগাদ করে ‘থ্রেসহোল্ড ২’ হিসেবে আবার ছাড়া হয়। ‘রেডস্টোন ২’-এর আরও উল্লেখযোগ্য পরিবর্তন আনা প্রয়োজন আর তাই আরও পরিবর্তিতরূপে ‘রেডস্টোন ৩’ আসতে যাচ্ছে ২০১৭ সালে।

২০১৫ সালের পরে, এই সপ্তাহে আসা বার্ষিক আপডেট মাইক্রোসফটের ইতিহাসে মাইক্রোসফট ১০-এর দ্বিতীয় বৃহত্তম আপডেট।

নতুন আপডেটে ঠিক কী ধরনের ফিচার আসবে তা এখনও পরিষ্কারভাবে জানায়নি মাইক্রোসফট। তবে উইন্ডোজ ১০-এর পরবর্তী ফিচার আপডেট ২০১৭ সালের শুরুতে বসন্তের আগেই বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G