এটিএম বুথে জালিয়াতি: চীনা নাগরিক আটক

প্রকাশঃ মে ১৮, ২০১৬ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

1463561836

প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার সময় এক চীনা নাগরিককে আটক করা হয়েছে। রাজধানীর এলিফ্যান্ট রোডে আটক ব্যক্তিটি দু’টি ইন্টারন্যাশনাল ব্যাংকের কার্ড দিয়ে ১১ বার টাকা উত্তোলনের চেষ্টা করেন। এ সময় তিনি ৬৬ হাজার টাকা উত্তোলন করেন।

একটি কার্ড দিয়ে ৬৫ হাজার ও অপর কার্ড দিয়ে এক হাজার টাকা তোলেন একটি বিদেশি ব্যাংকের একাউন্টে বিপরীতে। বিষয়টি বুথে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে র‍্যাব-২ এর সদস্যরা তাকে আটক করেন।  বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত কার্ড দু’টির মধ্যে একটি কার্ড যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের। অপর কার্ডটি কোন ব্যাংকের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।   সকালে টাকা তুলতে এসে চীনা নাগরিক অনেক সময় ধরে বুথের ভেতরে থাকার কারণে নিরাপত্তা কর্মী তাকে সন্দেহ করেন। পরবর্তীতে বুথের নিরাপত্তা কর্মীরা তার কাছে কার্ড চাইলে চীনা নাগরিক কার্ড দিতে আপত্তি জানান।

তৎক্ষণাৎ বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানায় নিরাপত্তাকর্মী। এর আগেও তিনি নানা উপায়ে টাকা তোলার চেষ্টা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G