খালেদা ও কোকোর স্ত্রী-সন্তানদের আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ৪:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

 40805_37061ড্যান্ডি ডায়িং ঋণখেলাপি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১২ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একইদিন ওই মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী-দুই মেয়েকে আদালতে হাজির হতে বলা হয়েছে। খালেদা জিয়াকে বিবাদী করার পর তার ঠিকানায় আদালতের সমনও পাঠানো হয়েছে। সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের স্বাক্ষরিত সমন রবিবার খালেদা জিয়াসহ নতুন বিবাদীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে।

আগামী ১২ এপ্রিল হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু গঠনের দিন ধার্য রয়েছে। বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আজ রবিবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপি মামলাটিতে কোকোর স্থলে এ চারজনকে আদালতে হাজির হতে বলেছেন। আজকের শুনানি অংশ নেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসনে আরা বেগম ও বিবাদীপক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।

কোকোকে বিবাদী করে ড্যান্ডি ডায়িংয়ের ঋণ খেলাপির মামলাটি করেছিল সোনালী ব্যাংক। ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের এ মামলাটি চলছে ঢাকার  অর্থঋণ আদালতে। গত ৮ মার্চ আদালতে খালেদাসহ অন্যদের বিবাদী করার আবেদন জানায় বাদী পক্ষের আইনজীবী। আদালত গত ১৬ মার্চ তা মঞ্জুর করেছেন।

সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন আবেদনে বলেন, কোকো এ মামলার বিবাদী। তিনি মারা যাওয়ায় খেলাপি ঋণ দেওয়ানী কর্মবিধি আইনের ২২নং আদেশ অনুযায়ী তার সম্পদের ওয়ারিশরা আসামি হবেন। আর তার ওয়ারিশ হিসেবে মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে বিবাদীভুক্ত করার আবেদন জানানো হয়েছে।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ মামলায় আগে থেকেই বিবাদী হওয়ায় তাকে নতুন করে বিবাদী করার আবেদন জানানো হয়নি। ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম মামলাটি করেন।

প্রতিক্ষণ/এডি/সুজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G