কলকাতায় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা

প্রকাশঃ মে ২৩, ২০১৭ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৫ অপরাহ্ণ

সুদীপ্ত চক্রবর্ত্তী, কলকাতা প্রতিনিধি:

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নবান্ন অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরা । এ ঘটনায় অন্তত ১২-১৪ জন সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার শহরের মেয়ো রোডের মুখে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে কালো কাপড়ে মুখ ঢেকে কলকাতার নাগাদ রবীন্দ্রসদন থেকে কালীঘাট পর্যন্ত মৌন মিছিল করবেন সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিকেরা জানান, নবান্ন অভিযানের খবর একটি চ্যানেলের সাংবাদিক সরাসরি সম্প্রচার করছিলেন। হঠাৎ র‌্যাফের দুই জওয়ান দৌড়ে এসে ঐ সাংবাদিককে গালাগাল করতে করতে চড়মারেন। তা নিয়ে সাংবাদিকরা আপত্তি করেন। পরে সাংবাদিকরা দল বেঁধে মেয়ো রোড এবং ডাফরিন রো়ডের সংযোগস্থলে হাজির হন। দু’পক্ষের কথার মাঝে উপস্থিত সাংবাদিকদের বেধড়ক মারতে শুরু করে পুলিশ। এতে অন্তত ১২-১৪ জন সাংবাদিক আহত হয়েছেন।

কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর আক্রমণকে ‘অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করে নিন্দা করা হয়েছে।

কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) সুপ্রতিম সরকারের বলেন, ‘‘সাংবাদিকদের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তেই হয়। এটাও তেমনই বিষয়। তবে বাড়াবাড়ি হয়ে থাকলে নিন্দনীয়। ফুটেজ দেখে কী ঘটেছে, নিশ্চয়ই খতিয়ে দেখব।’’

সাংবাদিকদের মারধরের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিনীথ গোয়েল। ঘটনার তদন্তও শুরু করেছে কলকাতা পুলিশ।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G