কিশোরগঞ্জে নৌকাডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু

প্রকাশঃ মে ২৯, ২০১৬ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

122776_12

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ট্রলার ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকে ভোটের দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরেছিলেন।

মিঠামইন থানার ওসি মো. আলমগীর হেসেন জানান,রোববার ভোর ৫টার দিকে ঘোড়াউত্রা নদীর মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোমেনা, সাবিনা, বিউটি, হাসিনা ও আম্বিয়া। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানান ওসি।

নিহত সবাই নিকলী উপজেলা আনসার ক্যাম্পের সদস্য। তাদের বাড়ি নিকলীর বিভিন্ন গ্রামে।

ওসি আরো বলেন, শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালনকারী আনসার সদস্যসহ প্রায় ১০০ যাত্রী নিয়ে নৌকাটি মিঠামইন থেকে নিকলী যাচ্ছিল।

“ঘাট ছাড়ার পরপরই অতিরিক্তি যাত্রীর ভারে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন ডুবে যান।”

তাদের মধ্যে চারজনের লাশ ঘটনার পর এবং সকাল সাড়ে ৮টার দিকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে তিনি জানান।

ওসি আলমগীর বলেন, কোনো নিখোঁজ না থাকায় বেলা ১২টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার আনোয়র হোসেন খান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি বলেন, তাদের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়া নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দাফনের জন্য বিশ হাজার টাকা করে দেওয়া হয় বলেও ওসি জানান।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G