কুড়িগ্রামে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা

প্রকাশঃ মে ৪, ২০১৭ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

মোঃ রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা খাতুন (৪০) ও সৎ মেয়ে জোসনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিকের (৪৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রফিক।

বুধবার দিবাগত রাতে উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমা খাতুনের মা রাবেয়া বেগম জানান, নাজমা খাতুন আব্দুর রফিকের দ্বিতীয় স্ত্রী। এর আগে নাজমার বিয়ে হয়েছিল এবং ঐ ঘরের মেয়ে জোসনা খাতুন। গত ৫ বছর আগে নাজমার ফের বিয়ে দেয়া হয় একই উপজেলার আব্দুস ছাত্তারের ছেলে আব্দুর রফিকের সঙ্গে। নাজমা খাতুন রফিকের দ্বিতীয় স্ত্রী। এ কারণে আমার বাড়িতে নাজমা বসবাস করত।

রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আব্দুর রফিক বাড়িতে আসেন। রাত ১টার দিকে ঝড়ের সময় তিনি তার স্ত্রী ও মেয়েকে খুন করে পালিয়ে যান।

এ ব্যাপারে রাজিবপুর থানার ওসি পৃথীশ কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা মেয়ে দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর সম্পূর্ণ ভাবে তা নিশ্চিত হওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G