ক্ষতিপূরণ না পেয়ে বিবিসির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত ট্রাম্প’র

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ৯:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্যানোরোমা বিতর্কে ভুল সম্পাদনার অভিযোগে বিবিসি দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি ও ক্ষতিপূরণ মামলা করা হতে পারে।

ট্রাম্পের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃতভাবে তার বক্তব্য কাটছাঁট করে এমনভাবে উপস্থাপন করেছে, যাতে মনে হয়েছে তিনি ক্যাপিটল হিল দাঙ্গার উসকানি দিয়েছেন।

গত শুক্রবার প্রচারিত প্যানোরোমা তথ্যচিত্রে ২০২১ সালের নির্বাচনে হারের পর ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনার ঘটনায় বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেন। তবে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি বিবিসি। সংস্থাটির দাবি, সম্পাদনার ভুলটি ছিল অনিচ্ছাকৃত এবং এতে ক্ষতিপূরণের আইনি ভিত্তি নেই।

বিবিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রে তথ্যচিত্রটি প্রচারিত হয়নি এবং এটি ট্রাম্পের কোনো ক্ষতি করেনি। শুধু দীর্ঘ বক্তব্যকে সংক্ষেপ করে দেখানো হয়েছে, যা পুরো এক ঘণ্টার অনুষ্ঠানের খুবই ছোট অংশ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বক্তব্য মানহানির আইনে বিশেষ সুরক্ষিত—তাই ট্রাম্পের মামলার ভিত্তি দুর্বল।

প্যানোরোমা বিতর্ক ঘিরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবোরা টারনেস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এর আগে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে ফাঁস হওয়া নথিতে ট্রাম্পের বক্তব্য কাটছাঁটের প্রমাণ উঠে এলে বিতর্ক আরও তীব্র হয়।

এরইমধ্যে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু আর্থিক ক্ষতিপূরণ না পাওয়ায় ট্রাম্প বলেন, ‘এবার আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি নীরব থাকলে ভবিষ্যতে অন্যদের সঙ্গেও এমনটি ঘটতে পারে।’ তিনি বিবিসির সম্পাদনাকে সিবিএসের সঙ্গে তার আগের বিরোধের চেয়েও বেশি “ভয়াবহ” বলে মন্তব্য করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G