গোলামী করে শিল্পচর্চা হয়না

প্রথম প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

kabirগোলামী আর শিল্পচর্চা দুটি দুই মেরুর বিষয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে এ বিষয় দুটোকে এক করে ফেলেছেন কিছু ডিরেক্টর আর প্রোডিউসার-এমনটাই ফেসবুক স্ট্যাটাসে বলেছেন তরুণ নাট্যকার ও পরিচালক রাহাত কবির।

রাহাত কবির ফেসবুকে তার একটি স্ট্যাটাসের মাধ্যমে টিভি মিডিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিষোদগার করেন। এর অাগে শাহাদাত রাসেল নামে একজন পরিচালকও এসব অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর রাহাত কবিরও ফেসবুকে তার স্ট্যাটাসে এ প্রসঙ্গে আরো কিছু যোগ করে তার মতামত ব্যক্ত করেন।

স্ট্যাটাসে শুধু ডিরেক্টর আর প্রোডিউসারদের আচরণ নিয়েই নয়, তারা লিখেছেন বড় অভিনেতা অভিনেত্রীদের মোড়লীপনা নিয়েও।

তারা নারীলোভী প্রোডিউসারদেরকেও সরাতে বলেছেন মিডিয়ার স্বার্থে। একই সাথে ঘুষের বিরুদ্ধেও লিখেছেন রাহাত কবির ও শাহাদাত রাসেল। সম্প্রতি  স্ট্যাটাসটি ব্যাপক ঝড় তোলে সামাজিক গণমাধ্যমে। এই স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে অসংখ্য মন্তব্য  আসে এবং  সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বির্তকের অবতারণা হচ্ছে।

পাঠকের সুবিধার্থে তার লেখাটি হুবুহু তুলে দেয়া হলঃ

‘‘টিভি মিডিয়ার ডিরেক্টররা যতোদিন প্রোডিউসারদের পা চাটা বন্ধ না করবে ততদিন কাজের মানে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না।

নবাগত নায়ক নায়িকারা যতোদিন প্রোডিউসার বা ডিরেক্টরের বিশেষ সুবিধা দেয়া বন্ধ না করবে ততদিন মিডিয়ায় কাজের মান বাড়বে না।

পুরোনো অভিনেতা অভিনেত্রীদের অনৈতিক দাবীদাওয়া বা মোড়লীপনা যদি বন্ধ না হয় তবে ইতিবাচক কাজ হবেনা।

নারীলোভী প্রোডিউসাররা যদি মিডিয়া থেকে অবসর না নেয় তবে কোন গঠনমূলক পরিবর্তন আসবে না।

অতঃপর চ্যানেলে প্রোগ্রাম সেক্টর যদি ঘুসখোর ও নারীলোভীদের হাত থেকে মুক্তি না পায়, তবে নাটকও মুক্তি পাবে না।
গোলামী করে শিল্পচর্চা হয়না ।’’

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G