গৌরিপুরে গৃহবধুর লাশ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরিপুরে বিল থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, লাশটি উপজেলার গান্দার গ্রামের আজিজুলের স্ত্রী আলেয়ার(৫০)।
গৌরিপুর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান,উপজেলার ভালুকাপুর গ্রামের বুড়াঙ্গামারি বিলে স্থানীয় লোকজন সাকলে এক লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা গৃহবধুর লাশ উদ্ধার করে।
পরে তার লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রতিক্ষণ/ এডি/ এল জেড














