চীনে জাহাজ ডুবিতে মৃতের সংখ্যা ৩৪৫
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
চীনের ইয়াংজি নদীতে জাহাজ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩শ ৪৫-এ দাঁড়িয়েছে। শনিবার সকালে উদ্ধারকারী কর্তৃপক্ষ এ সংখ্যা জানায়।
এখনো নিখোঁজ আছে প্রায় ১’শ জন। জাহাজের ৪শ ৫৮ আরোহীর মধ্যে শুধু ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা।
সোমবার রাতে ইস্টার্ন স্টার নামের জাহাজটি জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণ-পূর্বের শহর চোংকিংয়ে যাচ্ছিল। প্রবল ঝড় ও বাতাসের কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
জাহাজটিতে ৪শ’৫ জন যাত্রী, ট্র্যাভেল এজেন্সির ৫ কর্মকর্তা এবং ৪৭ জন নাবিক ছিলেন। বিগত দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ নৌ-দুর্ঘটনা বলেছেন কর্মকর্তারা।













