চুয়াডাঙ্গায় ভূয়া সাংবাদিককে গ্রেফতার

প্রকাশঃ মার্চ ১১, ২০১৬ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

false journal-1চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম সিরাজ (৩২) নামে এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দর্শনা-আকুন্দবাড়িয়া সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেন্সিডিল।

গ্রেফতারকৃত ভূয়া সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দর্শনা আকুন্দবাড়িয়া সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সিরাজুল ইসলাম সিরাজকে আটক করা হয়। এ সময় তার পকেট থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেন্সিডিল।false

স্থানীয় বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আটকের পর সিরাজ নিজেকে চুয়াডাঙ্গার বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ছেড়ে দেবার জন্য পুলিশকে হুমকি ধামকি দিতে থাকে।

চুয়াডাঙ্গার অতিঃ পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, আটকের সময় সিরাজুলের কাছ থেকে প্রেস লেখা একটি অনটেস্ট মোটর সাইকেল ও কথিত আজকের জনবাণী ও হ্যালো বিডি টুডে নামে একটি পত্রিকা ও একটি অনলাইন পত্রিকার পরিচয়পত্রও জব্দ করা হয়।

সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক পিপুল জানান, সিরাজুল ইসলাম সিরাজ নামে দর্শনা ও চুয়াডাঙ্গা জেলাতে কোন সংবাদ কর্মী নেই। একটি চক্র দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে মটর সাইকেলে প্রেস লিখে মাদক ব্যবসা ও সেবন করে আসছে।

এদিকে, রাতেই ভূয়া সাংবাদিক সিরাজকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানাতে সোর্পদ করা হয়েছে।

===

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G