জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kopমৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জালাল আহমদ (৩৩) নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর ৬ টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জালাল আহমদ একই উপজেলার সদর ইউনিয়নের বিওসি খেসরীগুল গ্রামের মৃত মরতোফা আলীর ছেলে।

জালাল আহমদের পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার কাঠালতলী বাজার থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত জালালকে ধরে নিয়ে যায়। পরে তারা ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে মাধবকুন্ড বাজারের কাছে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/নাফিজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2024
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
20G