জাহানারার পাশে তামিম-মাশরাফি, কোয়াব ও ক্রীড়া উপদেষ্টা

প্রথম প্রকাশঃ নভেম্বর ৮, ২০২৫ সময়ঃ ১২:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। গত বৃহস্পতিবার এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। বিষয়টি সামনে আসার পরপরই বিসিবি গঠন করেছে তদন্ত কমিটি, যাদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর জাহানারার পাশে দাঁড়াচ্ছেন দেশের তারকা ক্রিকেটার ও ক্রীড়া সংগঠনগুলো।

তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবই গুরুতর। সেগুলো সত্য প্রমাণিত হলে তা মেনে নেওয়ার মতো নয়। একজন ক্রিকেটার—বা যেকোনো নারী—কারো প্রতিই এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।”

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশা প্রকাশ করে জানান, বিসিবির তদন্ত কমিটি যেন নিরপেক্ষভাবে কাজ করে এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করে। তিনি লেখেন, এসবের পুনরাবৃত্তি আর যেন কখনো না হয়। বাংলাদেশ ক্রীড়াঙ্গন সবার জন্য নিরাপদ হোক।”

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও জানিয়েছেন সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। তিনি বলেন, জাহানারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা চান, তবে কেউ যেন শাস্তি এড়াতে না পারে—সরকার তা নিশ্চিত করবে।”

ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির অভিযোগ বারবার আসছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে নিশ্চিত করতে হবে—ধরনের অপরাধী কেউ পার পেয়ে না যায়।”

জাহানারার দাবি সমর্থন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)ও। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিথুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জাহানারার প্রতিটি অভিযোগ গুরুতর। দ্রুত তদন্ত করে স্বচ্ছতার সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয়।”

বিবৃতিতে আরও বলা হয়, শুধু সহানুভূতি নয়—ন্যায়বিচারের লড়াইয়ে জাহানারার পাশে আমরা সবসময়।”

ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন অপেক্ষা—অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কী ব্যবস্থা নেয় বিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G