প্রতিক্ষণ ডেস্কঃ
সেই নব্বইয়ের দশকের কথা। টেলিভিশনে টিপু সুলতান শুরু হয়েছে কথাটি কানে আসতেই যার যত কাজ থাকুক না কেন সব ফেলে দ্রুত টেলিভিশনের সামনে সকলে জড়সড় হয়ে বসতে শুরু করতো।
ইংরেজদের অত্যাচারে জর্জরিত ভারতবর্ষের কাহিনি সেই সময়ে বিনোদনের সব চেয়ে বড় অংশটি দখল করে ছিল।
গল্পের কাহিনীতে,টিপু সুলতানের তলোয়ার অত্যাচারের থাবাকে ধ্বংস করে গর্জে উঠেছিল মহীশূর রাজ্যে।
প্রিয় অনুষ্ঠান দ্য সোর্ড অব টিপু সুলতান সে সময়ে একযোগে প্রচার হতো বাংলাদেশ টেলিভিশনে। দীর্ঘ সময়ের ব্যাপ্তি কাটিয়ে আগামী ১২ আগস্ট হতে আবারও ছোট পর্দায় আসছে সিরিজটি।
মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র থেকে রোববার রাত নয়টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
সঞ্জয় খান পরিচালিত এই সিরিজের নাম–ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক নিজেই। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি এই সিরিজের শুটিংয়ে আগুন লেগে ৬২ জন কলাকুশলী মারা যান।
গুরুতর আহত হয়ে প্রায় এক বছর হাসপাতালে ছিলেন সঞ্জয় খান নিজেও। সে সময় তাঁর প্রায় ৭২টি সার্জারি করতে হয়েছিল।
মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, দর্শকদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই তাদের স্মৃতি রোমন্থনের সুযোগ করে দেবার জন্য দ্য সোর্ড অফ টিপু সুলতান নতুন আঙ্গিকে প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম